একটি সফল Summer transfer window -র পর যখন আপামর মোহনবাগান সমর্থকদের প্রত্যাশার পারদ অনেকটাই ওপর উঠে গেছিল তখনই চোট-আঘাত থাবা মারে সবুজ-মেরুন শিবিরে। Durand Cup শেষ হওয়ার ঠিক পরেই Ashique Kuruniyan জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সময় চোট পেয়ে পুরো মরসুমের জন্য ছিটকে যান। এছাড়াও আমরা মরসুমের বিভিন্ন সময়ে আনোয়ার, সাহাল, দিমিত্রি, হ্যামিলকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে চোট-আঘাতের জন্য পাইনি যা আমাদের ISL এবং AFC Cup এর খেলায় প্রভাব ফেলে।
এসব সমস্যা সমাধানের জন্য সুপার কাপের পর মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন ফিটনেস কোচের সন্ধানে নেমে পড়ে। যার ফলস্বরূপ স্প্যানিশ UEFA A license যুক্ত কোচ Alberto Liñán Gómez কে দলের সাথে অন্তর্ভুক্ত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, Alberto র Sevilla FC র একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । তিনি Kolkata Derby র সময় VIP স্ট্যান্ডে উপস্থিত থেকে গোটা ম্যাচটি পর্যবেক্ষণ করেন এবং ডার্বির পরের দিনই তিনি Antonio López Habas এবং Manuel Cascallana-র সাথে তার দায়িত্বভার নেন।
Alberto ভারতীয় ফুটবলে একেবারেই নতুন নন। এর আগেও তিনি ২০২১-২২ মরসুমে Manolo Márquez -এর তত্ত্বাবধানে Hyderabad FC- তে কাজ করেছেন এবং সেখানে ISL Cup Champion হয়েছিলেন।
এছাড়াও তিনি এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর দল Al Wahda -র সাথেও যুক্ত ছিলেন।
Key coaching experiences:
2016-17: Sichuan JiuNiu (China)
2017-18: Atlético Puertollano (Spain)
2018-19: FC Ulaanbaatar (Mongolia)
2019-20: Fudación Marcet (Spain)
2020-21: Kelantan FC (Malaysia)
2021-22: Hyderabad FC (India)
2021-22: Sevilla FC Academy (Spain)
2022–23: Al Wahda (UAE)
এর সাথেই, Durand Cup থেকে Super Cup পর্যন্ত দলের ফিটনেস কোচের দায়িত্বে থাকা Sergi Morera -র বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়। এ বিষয়ে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করেন এবং সকল সমর্থকদের ধন্যবাদ জানান।
আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।