কলিঙ্গ বিজয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী মোহনবাগান !

মোহনবাগানীদের স্বপ্ন পূরণের রাতের পর কেটে গেছে পুরো একটা সপ্তাহ, আর তার মধ্যেই একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মোহনবাগান। ডুরান্ড, আইএসএলের লীগ শীল্ড জয়ের পর আইএসএল কাপ জিততে পারলে অনেক বছর পর আবার ত্রিমুকুট জয়ের স্বপ্ন সফল হবে গোষ্ঠ পাল সরণীর ক্লাব তাঁবুতে। আর তার প্রথম বাধা হিসেবে সামনে এবার ওড়িশা এফসি।এই ওড়িশা কে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়ে মরসুমের শুরুর দিকে পাল তোলা নৌকার অগ্রগমন ভালোই ছিল, কিন্তু তার পরে কলকাতায় রয় কৃষ্ণাদের দাপটে পর্যদুস্ত হয়ে মোহনবাগানের এএফসি কাপের আশা শেষ হয়ে যায়। এবার সাদিকু দের কাছে তার প্রতিশোধ নেওয়ার পালা, দুই ম্যাচের সেমিফাইনালে প্রথমে অ্যাওয়ে ম্যাচ খেলে নেওয়ার সুবিধা নিশ্চয়ই হাবাস হাতছাড়া করতে চাইবেন না।

লীগ চ্যাম্পিয়ন হওয়ার পর ছন্দে রয়েছে পুরো টিম, এদিকে সাহাল সুস্থ হয়ে উঠেছেন, আশা করা যায় কালকের টিমে তিনি থাকবেন। একমাত্র কার্ড সমস্যার কারণে হামিল এই ম্যাচে নেই।এই মরসুমে ওড়িশা এফসি মোহনবাগানের সাথে চার বার মুখোমুখি হয়েছে এবং দুটি দল একবার করে জিতেছে। আইএসএলের দুটি ম্যাচ ড্র হয়। তাই কালকের ম্যাচ দুটি দলের কাছেই গুরুত্বপূর্ণ, পূর্ণ শক্তির দল নিয়ে নামছে দুই কোচ। ঘরের মাঠে ওড়িশা এফসি বরাবর কঠিন প্রতিপক্ষ, এদিকে সাম্প্রতিক পারফরম্যান্সে মোহনবাগান যথেষ্ট আত্মবিশ্বাসী। মাঝমাঠে জাহু – কাউকোর দ্বৈরথের উপর অনেকটা নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগান কে ভরসা দিচ্ছে থাপার অনবদ্য পারফরম্যান্স। কিন্তু রয় কৃষ্ণা কে আটকানোর জন্যে শুভাশিসের উপর বাড়তি দায়িত্ব থাকবে। এই মরসুমে এখনো অবধি ডাগ আউটে থাকাকালীন হাবাস অপরাজিত রয়েছেন। সেই ধারা কাল অব্যাহত থাকে কিনা সেটাই দেখার।

Line up Prediction:

Kick off Time: 7:30PM(IST)

Live telecast/streaming: JioCinema, Sports18 3, DD Bangla, OneFootball(International)

Venue: Kalinga Stadium, Odisha.

Loading

loader