একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ….
একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব,
সব বাধার পাহাড় পেরিয়ে আবার ভারতসেরা হবো (x২)
এখন শুধুই দু-চোখে জেতার নেশা
মনের ভেতর জাগে সবুজ মেরুন আশা (x২)
এখন আর যাইহোক, আমরা হার না কক্ষনো মানবো না
এখন আর যাইহোক, আমরা লড়াইয়ের জমি ছাড়বো না
চল রে দল বেঁধে চল ময়দান….
চল রে দল বেঁধে চল ময়দান
মোহনবাগান করে আহ্বান,
চল রে দল বেঁধে চল ময়দান
মোহনবাগান করে আহ্বান,
লক্ষ মানুষ হাল ধরেছে
নৌকা ভাসমান,
লক্ষ মানুষ হাল ধরেছে
নৌকা ভাসমান,
তোমার আমার সবার বাঁচার ভাষা
বলো জয় মোহনবাগান
দুচোখে নিয়ে স্বপ্ন ….
দুচোখে নিয়ে স্বপ্ন
ধরেছি আমরা হাল
পেরিয়ে ঝড়ের বাধা
নৌকা তুলেছে পাল
শিরায় সবুজ-মেরুন
গলাতে জয়গান
লড়াইয়ের ময়দানে
জিতবে মোহনবাগান
আলে আলে আলে
আলে আলে আলে
এবার চল পায়ের বল ঢোকাই জালে ….
এবার চল পায়ের বল ঢোকাই জালে
জিতবে আমার সবুজ মেরুন দল
এবার চল পায়ের বল ঢোকাই জালে
জিতবে আমার সবুজ মেরুন দল
শালা লালা লালা লালা লা লা লা
শালা লালা লালা লালা লা লা লা
কলকাতার সবুজ মেরুন দল ….
কলকাতার সবুজ মেরুন দল
ভারতের জাতীয় ক্লাব,
তুলেছে পাল নৌকা অবিচল
সবুজ ঘাস দিচ্ছে ডাক।
আমরা উদ্ধত নাবিকদল
লড়াই মোদের শিড়ায়,
ভাঙবো বিপক্ষের মনোবল
ছিনিয়ে নিয়ে আসবো জয়
এ ডালে ডালে ডালে ও
ডালে ডালে ডালে ও
শালা লালা লালা লালা লা
লা লা লা লা লালা
খেলছে বাগান আলে আলে আলে ….
খেলছে বাগান আলে আলে আলে
জিতছে বাগান আলে আলে আলে
গাইছি সবাই ওলে ওলে ওলে
বলছি সবাই আলে আলে আলে
আরও একটা গান শোনাই ….
আরও একটা গান শোনাই
মোহনবাগান নিয়ে ভাই
মোহনবাগান জাতীয় ক্লাব
এশিয়ার সর্ব প্রাচীন ক্লাব
দেশটা তখন পরাধীন
অত্যাচারে কাটছে দিন
মোহনবাগান তখন নেমেছিলো মাঠে
দেশের সম্মান একাই তুলে নিয়ে হাতে
খালি পায়ে ব্রিটিশ পরাজিত হলো
তাই বাংলা ছেড়ে দিল্লি পালালো হো হো
মোহনবাগান এগিয়ে চলো ….
মোহনবাগান এগিয়ে চলো
সাথে আছি আমরা সবাই,
মোহনবাগান তোমায় ঘিরে
একসাথে বাঁচবো সবাই
শা লালা লা, লালা লালা লা
শালা লালা লালা লালা লা
শা লালা লা, লালা লালা লা
শালা লালা লালা লালা লা
ও হৃদয় জুড়ে, জীবন জুড়ে মো-হ-ন-বা-গা-ন ….
ও হৃদয় জুড়ে, জীবন জুড়ে
মো-হ-ন-বা-গা-ন
নৌকা চলে তেরো নদী সাতসমুদ্র পার
সবুজ মেরুন ঝড়ে হবে সবকিছু ছারখার
ও হৃদয় জুড়ে, জীবন জুড়ে
মো-হ-ন-বা-গা-ন
ওরে মোহনমায়ের সেনা ….
ওরে মোহনমায়ের সেনা
ওরে মোহনমায়ের সেনা
তোরা বুক চিতিয়ে লড়াই করে চল চল চল (২)
সকল বাধা তুচ্ছ করে
হায়না গুলোর মুখোশ ছিড়ে (২)
পায়ের তলায় পিষবো তোদের
শয়তানেরই দল,
তোরা বুক চিতিয়ে লড়াই করে চল চল চল
Smoke is healthy, Pyro is an art ….
Smoke is healthy, Pyro is an art
আমাদের স্বর্গ মোহনবাগান মাঠ