জীবনকে যদি আপনি ফুটবলের সাথে তুলনা করেন তাহলে খুব একটা ভুল করবেন না। জীবনে এরকম অনেক মুহূর্ত আসে যেখানে আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে নাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে চিরকালের জন্য। হয়তো আর্মান্দো সাদিকু ওড়িশা ম্যাচের হাইলাইটস দেখে একই কথা ভাবছেন, বা কোচ হাবাস ভাবছেন শেষের দিকে যদি একটু বাজি লড়তে পারতাম নিজের সাথে আক্রমণাত্মক খেলে তাহলে হয়তো আজ এতো অঙ্ক কষে দেখতে হতো না।
আইএসএলে এখন যা পরিস্থিতি তাতে শীল্ড কে পাবে তাই নিয়ে অনেক সমীকরণ উঠে আসছে, আর তাতে দেখা যাচ্ছে মার্চ মাসের প্রথম সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে মোহনবাগান জিততে পারলে লীগ টেবিলে আবার প্রথম স্থানে পৌঁছে যাবে। মুম্বই বনাম গোয়া ম্যাচ অমীমাংসিত থাকার দরুন মোহনবাগানের আখেরে লাভ হলো।
এই প্রতিবেদন লেখার সময়ে যেটুকু খবর পাওয়া গেছে মোহনবাগানের দল সংক্রান্ত, তাতে একটা জিনিস পরিষ্কার হামিল এখন ম্যাচ ফিট। তবে আলাদা করে বল পায়ে অনুশীলন করলেও আদৌ দলে ফিরবেন কিনা বলা মুশকিল।
জামশেদপুরের বিরুদ্ধে কোচ হাবাস হয়তো ওড়িশা ম্যাচের প্রথম একাদশ নামাতে পারেন, তবে সাহালের জায়গায় শুরু থেকে লিস্টন কোলাসো কে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের উইং ধরে আক্রমণ হয়নি সেটা সবাই দেখেছেন। মোহন বাগানের দুই বিদেশি স্ট্রাইকার উইং থেকে ক্রস বা মাইনাস পাস না এলে গোলের খাতা খুলতে পারেন না, এটা দিনের আলোর চেয়েও পরিষ্কার। তাই বলা যায় লিস্টন বা কিয়ান নাসিরির উপস্থিতির উপর নির্ভর করবে কালকের ম্যাচের ফলাফল। শুধু তাই নয়, বক্সের আশেপাশে জামশেদপুর এফসি যাতে কোনো ফ্রি-কিক না পায় সেটাও হেক্টর, শুভাশিসদের মাথায় রাখতে হবে। নাহলে হয়তো আবার মানজোরোর ডান পা ঝলসে উঠবে না কে বলতে পারে।
মোহনবাগানের কাছে এখন সব ম্যাচ ফাইনাল ধরেই এগোতে হবে, কোনোভাবেই পয়েন্ট নষ্ট করা যাবে না। তাই বলতে পারি, জামশেদপুরের সম্পূর্ণ ভারতীয় ডিফেন্সের বিরুদ্ধে ঘরের মাঠেও যদি হাবাস স্যার রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে দল সাজান, তাহলে এই মরসুমে আইএসএল শীল্ড জয় অধরা থেকে যাবে মেরিনার্সদের কাছে।
Line-up Prediction:
Vishal(GK), Subhasish, Yuste, Anwar, Kauko, Thapa, Tangri, Liston, Manvir, Cummings, Dimitri
Recent Encounters:
Jamshedpur FC 2 – 3 Mohun Bagan (Nov 1, 2023, Indian Super League)
Kick off Time: 7:30PM(IST)
Live telecast/streaming: JioCinema, Sports18 3, DD Bangla, OneFootball(International)
Venue: Salt Lake Stadium, Kolkata.