প্র্যাক্টিস শেষ, মাঠ থেকে কামিংস চ্যান্ট করতে করতে বেরিয়ে আসছে। ওদিকে নতুন নায়ক জনি কাউকো কে ঘিরে সমর্থকদের ছবি তোলার আবদার – এরকম টুকরো টুকরো মুহূর্ত গুলো বুঝিয়ে দিচ্ছে মোহনবাগান শিবিরে এখন ফিল গুড পরিবেশ। পরপর তিন ম্যাচ জিতে পাল তোলা নৌকা শুধু তড়তড়িয়ে এগোচ্ছে নয়, লীগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। সামনে এখন ওড়িশা। শনিবারের ম্যাচ জিততে পারলেই এক নম্বরে উঠে আসবে দিমিত্রি, শুভাশিসরা।
গত বছরের আগষ্ট মাসে এই ভুবনেশ্বরের মাটিতে এএফসি কাপে রয় কৃষ্ণা দের চার গোলে পর্যদুস্ত করে মোহনবাগান। কিন্তু ঘরের মাঠে পাঁচ গোলে হেরে এশিয়া জয়ের স্বপ্ন থেকে এই বছরের মতো সরে যেতে হয় সবুজ মেরুন বাহিনীকে। আইএসএলে প্রথম লেগে সাদিকুর গোলে ড্র করে মানরক্ষা করে জুয়ান ফেরান্ডোর ছেলেরা। তার পর থেকে মহানদীতে কতো জল বয়ে গেছে, বদল এসেছে বাগানে। বদল শুধু খেলাতে নয়, মানসিকতাতেও এসেছে।
মোহনবাগানের শেষ কয়েকদিনের প্র্যাক্টিস দেখে মনে হলো শনিবার প্রথম একাদশে আনোয়ার আলি ফিরতে চলেছেন, সাথে আশিস রাই। গতকাল কোচ হাবাস বেশ কিছুক্ষণ আলাদা করে আশিসের সাথে কথা বলেন প্র্যাক্টিস চলাকালীন। তবে ব্র্যান্ডন হ্যামিল খেলতে পারবে কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মোহনবাগানের আশার খবর যে ওড়িশা এই ম্যাচে কার্ড সমস্যার জন্য আহমেদ জাহুকে পাবে না। এই সুযোগ কাজে লাগানোর জন্য হাবাস কি করেন তার দিকে আমাদের নজর থাকবে। কলিঙ্গ স্টেডিয়ামের ছোটো মাঠে ওড়িশার মাঝ মাঠে শুধু দখল নিলেই হবে না, কৃষ্ণা-মরিসিও সম্বলিত আক্রমণ ভাগ কে রুখে দেওয়া রীতিমত চ্যালেঞ্জ হাবাসের কাছে তা বলাই যায়।
গতকাল গোয়া হেরে গিয়ে মোহনবাগানের সুবিধা করে দিয়েছে, এখন দেখার শনিবারের সন্ধ্যায় হাবাসের কলিঙ্গ জয় হয় কিনা ।
Line-up Prediction:

Recent Encounters:
Mohun Bagan 2 – 2 Odisha FC (Dec 6, 2023, Indian Super League)
Kick off Time: 5:00PM(IST)
Live telecast/streaming: JioCinema, Sports18 3, DD Bangla, OneFootball(International)
Venue: Kalinga Stadium, Bhubaneswar