উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোহনবাগান !

গত বছরের দ্বিমুকুট জয়ের পর স্বাভাবিক ভাবেই এই মরসুমে পাল তোলা নৌকার উপর সমর্থকদের অনেক বেশি প্রত্যাশা স্বাভাবিক ভাবেই রয়েছে। ডুরান্ড ফাইনালের বিপর্যয়ের পর সমালোচনা কম হয়নি মলিনার ম্যাচ রিডিং ও স্ট্র্যাটেজি নিয়ে। সারা রাজ্য জুড়ে চলতে থাকা প্রতিবাদের আঁচ যেমন ছুয়ে গেছে মোহনবাগান গ্যালারি কে তেমনি ভাবেই আইএসএল শিল্ড আবার গোষ্ঠ পাল সরণী তে রেখে দেওয়ার তাগিদ অনুভূত হচ্ছে সমস্ত খেলোয়াড়দের মধ্যে।

কিন্তু রাস্তা মোটেই সহজ নয়, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ গতবারের শিল্ড রানার্স ও কাপ বিজেতা মুম্বই এফসি। গত মরসুমের বেশ কিছু প্রথম একাদশের তারকা খেলোয়াড় মুম্বই দল থেকে বেরিয়ে গেলেও পিটার ক্র্যাটকি কিন্তু নিজের ঘর গুছিয়ে নিয়েছেন। থাইল্যান্ডে প্রাক মরসুমের প্রস্তুতি সেরে এসেছেন, দলে সই করিয়েছেন মানজোরো, ব্র্যান্ডনের মতো তারকাকে।

উল্টোদিকে আনোয়ার আলির মতো অন্যতম সেরা ডিফেন্ডার চলে যাওয়ার পর মোহনবাগান কিন্তু সেভাবে নিজেদের ডিফেন্স লাইন কে গড়ে তুলতে পারেনি। তার প্রতিফলন আমরা ডুরান্ড কাপের ম্যাচ গুলোতে দেখেছি। প্রধানত মোহনবাগান এই মরসুমে এশিয়ান চ্যাম্পিয়ন লীগ ২ কে মাথায় রেখে শক্তিশালী আক্রমণাত্মক টিম তৈরি করেছে। ডুরান্ড কাপের নক আউট ম্যাচ গুলোতে হোসে মলিনার প্রধান ফর্মেশন ছিল ৩-২-৪-১। সেখানে ফাইনালের দিন প্রথমার্ধের মাঝামাঝি অ্যালবার্তো রড্রিগেজ চোট পেয়ে উঠে যাওয়ার পর ডিফেন্সে দুটো সাইডব্যাকের অঞ্চল বরাবর যে শূন্যতার সৃষ্টি হয় সেখান থেকে দ্বিতীয়ার্ধে কোচের কিছু ভুল সিদ্ধান্তের জন্যে আর ফিরে আসতে পারেনি মোহনবাগান। আশা করা যায় এই ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে আগামীকাল নতুন ভাবে জয়ের স্বপ্ন দেখবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

এই মুহূর্তে সমর্থকদের মধ্যে আশা আশঙ্কার দোলাচল এই মরসুমের সবচেয়ে সাড়া জাগানো অন্তর্ভুক্তি যার, সেই জেমি ম্যাকলারেন কে নিয়ে। যদিও প্র্যাক্টিসে তাকে দেখে যথেষ্ঠ ফিট লাগছিল, এখন দেখার মুম্বই এর বিরুদ্ধে তার সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয় কিনা।

লীগের মরসুম শুরুর আগে সমর্থকদের জন্যে প্র্যাক্টিস দেখার সুযোগ করে দিয়েছিলেন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। সেখানে গ্যালারিতে উপস্থিত সবুজ মেরুনের আল্ট্রাস বাহিনী মেরিনার্স বেসক্যাম্প থেকে প্লেয়ারদের উদ্বুদ্ধ করার প্রচেষ্টা দেখা যায়। অগণিত সমর্থকদের মনের কথা গুলো এই মরসুমে দিমিত্রি, সাহাল, শুভাশিসদের কাছে সঞ্জিবনী মন্ত্র হয়ে উঠতে পারে কিনা সেই দিকে নজর থাকবে সবার।

Predicted Lineup:

Kick off Time: 7:30PM(IST)
Live telecast/streaming: JioCinema, Sports18 3, DD Bangla, OneFootball(International)
Venue: Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata.

Loading

loader