আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু অভিযানে নামার আগে মোহনবাগানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয়ের ছন্দে ফিরে আসা। পরপর দুটো ম্যাচে প্রথম ৪৫ মিনিটে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে না পারা সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে। আশ্চর্যের বিষয়, দুটো ম্যাচের ব্যর্থতার জন্য হোসে মোলিনা নিজের ঘাড়ে দোষ নিয়েছেন। তাই প্রশ্ন উঠছে, তিনি কি এখনও ডুরান্ড ফাইনালের বিপর্যয়ের পর টিম কম্বিনেশনের ভুলগুলো শুধরে নিতে পারেননি? দেখার বিষয়, এই মরসুমের প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়ী হতে পারেন কিনা।
তাজিকিস্তানের দল এফসি রাভসান কুলোব এই মুহূর্তে তাজিক লীগের পঞ্চম স্থানে রয়েছে। কিন্তু ১৫ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ইতিমধ্যেই এই মরসুমে তাদের ঝুলিতে রয়েছে। সুতরাং বলাই বাহুল্য, নিজেদের মধ্যে বোঝাপড়া এবং মেলবন্ধন পুরোপুরি তৈরি করেই কলকাতায় এসেছে। রাভসানের আটজন বিদেশীর মধ্যে চারজনের তাজিকিস্তানের পাসপোর্ট রয়েছে, অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের।
এদিকে মোহনবাগানের সিনিয়র দলের একসাথে পাঁচটা ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জেমি ম্যাকলারেন কে নামতে দেখা যায়নি। তিনি দলের সাথে অনুশীলন করলেও পুরো ফিট নয় বলেই শোনা যাচ্ছে। দলের শোচনীয় রক্ষণভাগের একমাত্র ভরসাযোগ্য অ্যালবার্তো রড্রিগেজ গত মুম্বই ম্যাচে চোট পেয়ে উঠে যান, আজকে তিনি প্র্যাক্টিস করেননি। শোনা যাচ্ছে আগামীকাল দুজনেই হয়তো কাল খেলবেন না। রড্রিগেজ খেলতে না পারলে সবুজ মেরুন সমর্থকদের চিন্তার ভাঁজ আরও বাড়বে তা নিয়ে সন্দেহ নেই। যে দল পরপর চার ম্যাচে নয় গোল হজম করে সেই দলের ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।
চ্যাম্পিয়ন্স লীগ টু এর গ্রুপ পর্বের শেষে প্রতি গ্রুপ থেকে প্রথম দুটো দল পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। সুতরাং, মোহনবাগানের ঘরের মাঠে তিনটি ম্যাচ থেকে সম্পূর্ণ নয় পয়েন্ট তুলতেই হবে। আর সেই লক্ষ্যে এগোতে হলে শুভাশিস, টম দের নিজেদের দায়িত্ব আরও নিপুণ ভাবে সামলাতে হবে।
Predicted XI:

Kick off Time: 7:30PM(IST)
Live telecast/streaming: Sports18 3,FanCode App
Venue: Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata.