ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ের দুটো ম্যাচ বাদ দিলে মোহনবাগান এখনও পর্যন্ত কোনও পেশাদারি দলের বিরুদ্ধে ৯০ মিনিটের মধ্যে ম্যাচ জিততে পারেনি। পরপর পাঁচ ম্যাচে নয়টি গোল করলেও গোল হজম করেছে নয়টি। তাই কোচ মোলিনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পুরোপুরি তিন পয়েন্ট ঘরে তোলা। লীগ চ্যাম্পিয়ন হতে গেলে ড্র করলে চলবে না, ম্যাচ জিততে হবে। পরিসংখ্যান বলছে, ২০১৬ সাল নাগাদ এটিকের কোচ থাকাকালীন মোলিনা সর্বমোট ১৭ টি ম্যাচে ১২ টি ম্যাচ ড্র করেছিলেন। কিন্তু এখন লীগের ধারা পরিবর্তিত হয়েছে, শীল্ড নিজেদের কাছে রেখে দিতে হলে ম্যাচ জেতার মানসিকতা তৈরি করতে হবে।
ডুরান্ড কাপ ফাইনালে রড্রিগেজ চোট পেয়ে বেরিয়ে যেতেই ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে মোহনবাগান। আবার কালকের ম্যাচে রড্রিগেজ চোটের জন্যে নেই। সুতরাং, মোলিনা কিভাবে ডিফেন্স সাজাবেন সেটাই দেখার। রাভসানের বিরুদ্ধে চার ব্যাক সিস্টেমে খেলে শুভাশিসরা কোনো গোল হজম করেননি। তবুও যদি তিন ব্যাক নিয়ে খেলা শুরু করলে আশা করা যায় গত ম্যাচে ভরসা জাগানো পারফরম্যান্স করা দীপেন্দু প্রথম থেকেই টমের সঙ্গী হবেন।
তবে সবচেয়ে আশার খবর যে, নর্থ ইস্টের বিরুদ্ধে জেমি ম্যাকলারেন ভারতের মাটিতে অভিষেক ঘটাতে চলেছেন। শেষ দুই ম্যাচে কামিংস, পেত্রাতোসের খেলা দেখে বাগান সমর্থকরা আশাহত। তাই গোলের জন্য ম্যাকলারেনের দিকে তাকিয়ে আছেন সবাই।
নর্থ ইস্ট তাদের শেষ ম্যাচে কলকাতার মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ডুরান্ড ফাইনালে জিতিন, পার্থিব, আলাদিন দের আটকাতে দ্বিতীয়ার্ধে হিমশিম খেয়ে গেছিলেন টম, শুভাশিস। এখন দেখার কালকের ম্যাচ জিতে মোহনবাগান আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার যাত্রা নতুন করে শুরু করতে পারে কিনা।
Predicted Lineup:

Kick off Time: 7:30PM(IST)
Live telecast/streaming: JioCinema, Sports18 3, DD Bangla, OneFootball(International)
Venue: Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata.