বেশ কষ্টার্জিত জয় হলেও গত নর্থ ইস্ট ম্যাচের থেকে সবচেয়ে বড় পাওনা ছিল গোল খেয়ে পিছিয়ে থেকেও ফিরে আসা এবং অবশ্যই দীপেন্দু বিশ্বাসের উত্থান। তাই এতো কিছু নেতিবাচক দিকের মধ্যেও মোহনবাগান জনতার কাছে ডিফেন্স সংগঠন নিয়ে চিন্তা কিছুটা কমেছে। কিন্তু অ্যালবার্তো এখনও সম্পূর্ণ ফিট নয় বলে দলের সাথে বেঙ্গালুরু যায়নি। তাই আশা করাই যায় গত দুই ম্যাচের চার ডিফেন্সের লাইন আপ নিয়েই মোলিনার ছক তৈরি হচ্ছে।
গত মরসুমের দ্বিতীয় লেগে বেঙ্গালুরু কে তাদের ঘরের মাঠে সম্পূর্ণ পর্যদুস্ত করেছিল মোহনবাগান। সাম্প্রতিক কালে কান্তিরাভা কখনোই মোহনবাগান কে খালি হাতে ফেরায়নি। আবার নিশ্চিত ভাবে মোলিনার কাছে খুশির খবর যে আগামীকাল চোটের জন্যে পেড্রো উইলিয়ামস যেমন খেলতে পারবেন না তেমনি পেরেইরা দিয়াজ অনিশ্চিত। বেঙ্গালুরুর অন্যতম শক্তি দুই প্রান্ত বরাবর আক্রমণ তুলে আনা, আর এই ক্ষেত্রে ভিনিত সবার নজর কেড়েছেন। তাই শুভাশিস এবং আশিসের কাঁধে বাড়তি দায়িত্ব থাকবে।
গত ম্যাচে ম্যাকলারেনের অভিষেকের পর সমর্থকদের মধ্যে বড় প্রশ্ন উঠছে শুরু থেকেই দিমিত্রি – কামিংস জুটি খেলবে নাকি দিমিত্রি – ম্যাকলারেনের যুগলবন্দী দেখতে পাবো? গোলের মধ্যে ফিরে আসা কামিংস শুরু করবেন এমনটাই শোনা যাচ্ছে সবুজ মেরুন শিবিরে। তাই মাঝ মাঠে গ্রেগ স্টুয়ার্ট গেম মেকার হিসেবে থাকবেন। কিন্তু এখনও পর্যন্ত সেট টিম তৈরি করে উঠতে না পারা কোচের কাছে বড় চ্যালেঞ্জ মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আপুইয়ার সঙ্গী হিসেবে থাপা এবং দীপক টাংরির মধ্যে একজন কে বেছে নেওয়া। আগের দিন থাপার পারফরম্যান্স এই বিষয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
বেঙ্গালুরু ম্যাচ জিততে পারলে লিগ টেবিলে অনেকটা সুবিধাজনক জায়গায় যেমন পৌঁছে যেতে পারবে ঠিক তেমনি এসিএল ম্যাচ খেলতে ইরানে রওনা হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবে মোহনবাগান।
Predicted XI:

Kick off Time: 7:30PM(IST)
Live telecast/streaming: JioCinema, Sports18 3, DD Bangla, OneFootball(International)
Venue: Kanteerava Stadium, Bengaluru.