ছন্নছাড়া ফুটবলের মাসুল – এগিয়ে থেকেও মুম্বইকে হারাতে ব্যর্থ মোহনবাগান !

আইএসএলের উদ্বোধনী ম্যাচে শুরুতেই পদস্খলন মলিনার। ঘরের মাঠে মুম্বই কে হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া এক পয়েন্ট পেয়ে মাঠ ছাড়লো শুভাশিস, কামিংস রা। গতকাল ৯০ মিনিটের একটা সেকেন্ডও মনে হয়নি যে তিনি ডুরান্ড কাপ থেকে শিক্ষা নিয়েছেন। বারবার একই ভুল করে যাচ্ছেন তিনি, প্রথমার্ধে পর পর দুই ম্যাচে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে হারিয়ে যাওয়া আর সাথে কিছু উত্তর না পাওয়া পরিবর্তন। ম্যাচ রিপোর্ট লিখতে বসে কিছু প্রশ্নের উত্তর দাবি করা খুব জরুরী –

প্রথম প্রশ্ন : অভিষেক কে তুলে থাপাকে কেন নামানো হলো কেন? মাঝ মাঠের ব্লকিং বন্ধ হয়ে গেলো ৭১ মিনিটে।

দ্বিতীয় প্রশ্ন : গ্রেগ কে ৯০ মিনিট রাখা হলো কেনো? শেষের দিকে গ্রেগ দাঁড়িয়ে যাচ্ছিল পুরো, বোঝাই যাচ্ছিল দমের ঘাটতি হচ্ছে।

তৃতীয় প্রশ্ন: লিস্টন কে তুলে সাহাল কার বুদ্ধিতে নামলো? আশিক কেন নয় ওই জায়গায়? এর ফলে বাঁ দিকের উইং বরাবর আক্রমণ পুরো বন্ধ হয়ে গেলো।

চতুর্থ প্রশ্ন: প্রত্যেক ম্যাচে সেকেন্ড হাফে টিম খেলা থেকে হারিয়ে যাচ্ছে কেনো?

পঞ্চম প্রশ্ন: ডান দিকে যখন কোনো উইং প্লে হচ্ছে না, প্রথমে বিপিন সিং আর পরে নামা নৌফাল বাঁধ ভাঙ্গা জলের মতো বারবার আক্রমণ করছে, ওখানে গ্রেগ কে তুলে মনভিরকে নামিয়ে ৪-৪-২ ছকে যাওয়া হলো না কেন?

ষষ্ঠ প্রশ্ন: দিমিত্রি পেত্রাতোসের ফিটনেস এখনো ঠিক হয়নি কেন? স্পষ্ট বোঝা যাচ্ছে আগের মরসুমের বিপজ্জনক ত্রাস হয়ে ওঠার মতো ফিট না তিনি। মাঝে মাঝেই স্লথ গতির জন্যে বিপক্ষের রক্ষণভাগে আটকে যাচ্ছেন।

সপ্তম ও শেষ প্রশ্ন: আধুনিক ফুটবলে যেখানে একজন ভালো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া সাফল্য আসা খুব কঠিন সেখানে এই মরসুমে এই জায়গায় একজন ভালো বিদেশী সিডিএম নেওয়া হলো না কেন?

আর কয়েকদিন পর এসিএল টু খেলতে নামবে মোহন বাগান, শেষ প্রশ্নের উত্তর তো আবার সেই জানুয়ারি ট্রান্সফার পর্ব শুরু না হলে পাওয়া যাবে না। তাই বাকি ছয়টা প্রশ্নের উত্তর যতো তাড়াতাড়ি সমাধান করে ফেলবে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক ততো ভালো।

Loading

loader