চল রে দল বেঁধে চল ময়দান
মোহনবাগান করে আহ্বান,
লক্ষ মানুষ হাল ধরেছে
নৌকা ভাসমান,
তোমার আমার সবার বাঁচার ভাষা
বলো জয় মোহনবাগান (Continues...)
ওহো হোহো মোহনবাগান
লালা লালা মোহনবাগান
লড়াই কঠিন মোহনবাগান
জীবন বাজি মোহনবাগান (Continues...)
এবার চল পায়ের বল ঢোকাই জালে
জিতবে আমার সবুজ মেরুন দল
শালা লালা লালা লালা লা লা লা
..... (Continues)
সবুজ মেরুনে বেঁধে
পায়ে পায়ে এগিয়ে চল,
এবার সময় জবাব দেওয়ার
ওহো হো হো মোহনবাগান (Continues...)
ওরে মোহনমায়ের সেনা
তোরা বুক চিতিয়ে লড়াই করে চল চল চল (২)
সকল বাধা তুচ্ছ করে
হায়না গুলোর মুখোশ ছিড়ে (২)
পায়ের তলায় পিষবো তোদের
শয়তানেরই দল,
তোরা বুক চিতিয়ে লড়াই করে চল চল চল (Continues...)
মোহনবাগান এগিয়ে চলো
সাথে আছি আমরা সবাই,
মোহনবাগান তোমায় ঘিরে
একসাথে বাঁচবো সবাই
শা লালা লা, লালা লালা লা
শালা লালা লালা লালা লা
শালা লালা লালা লালা লা (Continues...)
আলে ও আলে আলে ও
আলে ও আলে আলে ও (২)
খেলছে খেলছে খেলছে খেলছে বাগান
জিতছে জিতছে জিতছে জিতছে বাগান (২)(Continues...)
ও হৃদয় জুড়ে, জীবন জুড়ে
মো-হ-ন-বা-গা-ন
নৌকা চলে তেরো নদী সাতসমুদ্র পার
সবুজ মেরুন ঝড়ে হবে সবকিছু ছারখার
মো-হ-ন-বা-গা-ন (Continues...)